JSC/JDC এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফলাফলের পরিসংখ্যান ২০১৮

JSC-SSC Exam Results 2018-2019

 আজ JSC/JDC এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয় এবং ১টায় গণশিক্ষা মন্ত্রণালয় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফল প্রকাশ করা  হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার আজ সোমবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। পরে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।


প্রাথমিক সমাপনী এবং ইবতেদায়ী পরীক্ষার পরিসংখ্যানঃ 

গত ১৮ থেকে ২৬ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়।

এ বছরের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯৭.৫৯ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯৭.৬৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এর মধ্যে প্রাথমিকে GPA-5 পেয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৯৩ জন। আর ইবতেদায়ীতে ১২ হাজার ২৬৪ জন পূর্ণ জিপিএ পেয়েছে।

গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৫.১৮ শতাংশ ও ইবতেদায়ীতে ৯২.৯৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন; আর ইবতেদায়ীতে ৫ হাজার ২৩ জন।

এই হিসাবে এবার পঞ্চম শ্রেণির এই সমাপনী পরীক্ষায় পাসের হারের সঙ্গে সঙ্গে পূর্ণ জিপিএ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা এবার বেড়েছে।


জেএসসি-জেডিসি পরীক্ষার পরিসংখ্যানঃ 

জেএসসি-জেডিসি পরীক্ষা গত ১ নভেম্বর থেকে শুরু হয়ে ১৫ নভেম্বর শেষ হয়। নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা ও বিকাল ২টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সারাদেশে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) এবং  জুনিয়র দাখিল সার্টিফিকেট(জেডিসি) পরীক্ষায় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নেয়। আট বোর্ডের অধীনে JSCতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে JDCতে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন পরীক্ষা দেয়।

 জেএসসি পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষাবোর্ডের গড় পাসের হার ৮৫.২৮  শতাংশ। আর মাদরাসার  (জেডিসি) পরীক্ষায় পাসের হার ৮৯.০৪ শতাংশ। ২০১৮ সালে জেএসসি ও জেডিসি পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৮৩ শতাংশ। জেএসসি ও জেডিসি পরীক্ষায় GPA-5 পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন পরীক্ষার্থী।

শতভাগ পাসের প্রতিষ্ঠান ৪,৭৬৯টি। এছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৪ শতাংশ। JSCও JDCতে মোট পাস করেছে ২২ লাখ ৩০ হাজার ৮২৯ জন পরীক্ষার্থী। PSC পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি:

অনলাইনে রেজাল্ট দেখতে এখানে ভিজিট করুন: এখানে ভিজিট করুন

মোবাইলে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানতে নিচের নিয়মাবলি অনুসরণ করুন:

DPE <স্পেস> থানা / উপজেলা কোড নম্বর <স্পেস> রোল নম্বর <> স্পেস সাল 16222 নাম্বারে পাঠান।

উদাহরণ: DPE 5140 2357 2018 এবং 16222 নাম্বারে  পাঠান।


ইবতেদায়ী ছাত্র/ছাত্রীদের জন্য:

EBT <স্পেস> থানা / উপজেলা কোড নম্বর <স্পেস> রোল নম্বর <> স্পেস সাল এবং 16222 নম্বরে পাঠিয়ে দিন।

উদাহরণ:  EBT 5140 5723 2018 এবং 16222 নাম্বারে পাঠান।

থানা/উপজেলা কোড ছাড়াও PSC রেজাল্ট দেখা যাবে।

 থানা/উপজেলা কোড ছাড়া PSC রেজাল্ট জানতে টাইপ করুন:  DPE<Space>Student ID পাঠিয়ে দিন 16222 নম্বরে।

যেমন: DPE 123456 and sent to 16222JSC/JDC পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি:

অনলাইনে রেজাল্ট দেখতে এখানে ভিজিট করুন: এখানে ভিজিট করুন

মোবাইলে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানতে নিচের নিয়মাবলি অনুসরণ করুন:

JSC <স্পেস> আপনার বোর্ড এর প্রথম তিনটা অক্ষর <স্পেস> রোল নাম্বার <স্পেস> বছর এর পর পাঠিয়ে দিন 16222এই নাম্বারে ফিরতি SMS এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে জাবেন।

উদাহরন: JSC DHA 123456 2018 এবং 16222 নাম্বারে পাঠান।


মাদ্রাশা  বোর্ড এর জন্য:

JDC <স্পেস> আপনার বোর্ড এর প্রথম তিনটা অক্ষর <স্পেস> রোল নাম্বার <স্পেস> বছর এর পর পাঠিয়ে দিন 16222এই নাম্বারে ফিরতি SMS এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে জাবেন।

উদাহরন: JDC MAD 123456 2018 এবং 16222 নাম্বারে পাঠান।

বাংলাদেশ এর সকল মোবাইল অপোরেটর থেকে এই এসএমএস   পাঠাতে পারবেন এবং ফেরত এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফলাফল দেখতে পারবেন ।  আমরা সব সময় আপনাদের কে সর্বোত্তম সেবা দেয়ার চেষ্টা করি,  সবার আগে আপনাদের কাছে তথ্য পৌঁছে দিতে আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ।   আমাদের কোন পোস্টে যে কোন রকম ভুল ত্রুটি থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পোস্টগুলো ভাল লাগলেও কমেন্ট করে জানাবেন  এবং শেয়ার করবেন।  কেননা, আপনাদের ভালো ভালো কমেন্ট আমাদেরকে ভালো কিছু লিখতে উৎসাহিত করে।


শিক্ষা বিষয়ক যেকোন ইনফর্মেশন পেতে প্রতিদিন আমাদের সাইটে ভিজিট করুন।  আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ!

2 thoughts on “JSC/JDC এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফলাফলের পরিসংখ্যান ২০১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *